এক নজরে মহিষমারা ইউনিয়ন পরিষদ
বৃহত্তর আউশনারা ইউনিয়ন ২০১৫ সালে ভাগ হয়ে মহিষমারা, কুড়ালিয়া ইউনিয়নের জন্ম হয়। বর্তমান মহিষমারা ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে ।
বর্তমান মহিষমারা ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধ্যে একটি অন্যতম ইউনিয়ন এবং মধুপুর উপজেলার পূর্বে অবস্থিত । মহিষমারা ইউনিয়নের উত্তরে আউশনারা ইউনিয়ন, দক্ষিণে লক্ষিন্দর ইউনিয়ন, পূর্বে নাঁওগাও ইউনিয়ন, পশ্চিমে কুড়ালিয়া ইউনিয়ন।
কালের স্বাক্ষী বহনকারী বংশাই বিধৌত গড়ে ওঠা মধুপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মহিষমারা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ মহিষমারা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, শাল গজারী আর লাল-মাটি মিশ্রিত, আদিবাসী জনগোষ্ঠী তথা: গারো, কোচ, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ক্ষত্রে তার একান্ত স্বকীয়তা আজও সমুজ্জল
ক) নাম- ২নং মহিষমারা ইউনিয়ন পরিষদ
খ) আয়তন- ৩১.৫১ বর্গ কি.মি
গ) লোকসংখ্যা- ৩১,৫০০ জন
ঘ) গ্রামের সংখ্যা- ০৫ টি ও ওয়ার্ড ৯ টি।
ঙ) মৌজার সংখ্যা- ০৫টি।
চ) হাট/বাজার সংখ্যা- ০৩ টি।
ছ) উপজেলা সদর থেকে দূরত্ব ১০ কিমি ।
জ) শিক্ষার হার- ৫২%
১. সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি
২. উচ্চ বিদ্যালয়- ২টি (এমপিও)
৩.মাদ্রাসা- ২টি (এমপিও)
৪. নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ টি (এমপিও)
৫. বেসরকারি কলেজ (উচ্চ মাধ্যমিক) ১ টি
৬. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১ টি
৭. বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ টি (নন- এমপিও)
ঝ) দায়িত্বরত বর্তমান চেয়ারম্যান (চেয়ারম্যান প্যানেল-১): মোঃ মছলিম উদ্দিন
ঞ) দর্শনীয় স্থান- রাবার বাগান ।
ট) গ্রামসমুহের নাম- হলদিয়া, মহিষমারা, আশ্রা, শালিকা, জয়নাতলী।
ঠ) ইউনিয়ন পরিষদ জনবল:
১. নির্বাচিত পরিষদ সংখ্যা- ১৩ জন
২. ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন
৩. হিসাব সহকারী কাম -কম্পিউটার অপারেটর- ০।
৪. ইউডিসি উদ্যোক্তা- ১ জন
৫. গ্রাম-পুলিশ- ৬ জন, দফাদার ১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস